Message of Head Teacher

 

Pineapple বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তির উৎকর্ষতার চরম শিখরে আহরণ করছে। জন্ম হতে মৃত্যু পর্যন্ত সর্বত্রই প্রযুক্তির ছোঁয়া বিরাজমান। তথ্য ও যোগাযোগের প্রযুক্তি (Information and Communication Technology-ICT) মানুষের জীবন ধারণের পদ্ধতিকে বদলে দিয়েছে- জীবনকে করেছে সহজ ও আনন্দময়। শিক্ষাক্ষেত্রেও তথ্য ও যোগযোগ প্রযুক্তি যোগ করেছে নতুন মাত্রা। বিশ্বায়নের এই ধারায় সম্পৃক্ত হতে পেরে আমরা যারপর নাই আনন্দিত। বেগম সুফিয়া মডেল হাইস্কুল অনলাইন ভিত্তিক স্কুল ম্যানেজমেন্ট সফটওয়ার ব্যবহার করছে যার দ্বারা ছাত্র-শিক্ষক ও অভিভাবকের মধ্যে অদৃশ্য মিলনসেতু তৈরী হবে যা প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রমকে আরো ত্বরান্বিত করবে বলে আমার বিশ্বাস।

মো. শামসুল আলম
প্রধান শিক্ষক
বেগম সুফিয়া মডেল হাই স্কুল